img

মঙ্গলবার নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ডাক-নারী শিশু নির্যাতন, খুন-ধর্ষণ,মাদক-জুয়া পর্নোগ্রাফির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন ও সকল স্তরের নারীর উপর রাষ্ট্রীয় সহিংসতা বন্ধ করুন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার সংগঠক বৃষ্টি রানী বাসফোর,বাসদ মার্কসবাদী রংপুর জেলার  সদস্য আহসানুল আরেফিন  তিতু।সভাপতিত্ব করেন জেলা সংগঠক কামরুন্নাহার খানম শিখা।বক্তারা  বলেন সারাদেশ ব্যাপী নারীর  শিশুর প্রতি সহিংস নির্যাতন হচ্ছে তার পিছনে রাষ্ট্রীয় ও দলীয় মদদ আছে।বিচারহীনতার  সংস্কৃতি অন্যায়কারীদের অন্যায়কাজে সাহস যোগায়।
 

এই বিভাগের আরও খবর